।। প্রতিদিন বিভাগ।।
।। আগষ্ট সংখ্যা।।
।। স্বাধীনতা — ২।।
স্বাধীনতা দিবসের গান
হীরক বন্দ্যোপাধ্যায়
মা তুঝে সেলাম
বলতে বলতে চলে যাচ্ছে সকালের মিছিল
বিহার থেকে ওড়িশা থেকে বাংলা থেকে গুজরাট অসম মধ্যপ্রদেশ মহারাষ্ট্র থেকে সব মিছিল লালকেল্লায় এসে মিলেছে আজ ...
ছেলেমেয়েদের গায়ে তেরঙ্গা পতাকা
কেউ বলছে সারে জাহা সে আচ্ছা হিন্দু স্থান হামারা
নিজস্ব আবেগ ও বাসনার সঙ্গে মিলিয়ে মিলিয়ে কেউ বলছে ভারত মাতা কি ,জয় ....
প্রতিটি আত্মার সঙ্গে জুড়ে গেছে বন্দে মাতরম
বিচিত্র লক্ষ্যে ভিন্ন ভিন্ন দিকে ও ভবিতব্যে
ছুটে যাওয়া মানুষ আজ
গভীর, শৈশবে শেখা অভিমান
চেনা বানানের ভুলের মতো বলছে গলা কাঁপিয়ে
জয় হিন্দ ...বন্দেমাতরম. ..
হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জৈন
একশ চল্লিশ কোটি ভারতীয়
গাইছে,ভারতবর্ষ সূর্য়ের এক নাম
আমরা রয়েছি সেই সূর্যের দেশে....
অকস্মাৎ স্মৃতির অতল থেকে উঠে আসে বিচ্ছুরণশীল শক্তিপুঞ্জ
কদম কদম বাড়ায়ে যা ধ্বনি থেকে প্রতিধ্বনি
ঠিক স্বপ্ন নয়
জীবন গভীর প্রজ্ঞা সহজিয়া কোনো পথ
আমাদের বীর শহীদদের আত্মত্যাগ
আমাদের দুশো বছরের সংগ্রাম
আমাদের শিরশিরে অনুভূতি
আমিও মিছিলে পা মেলালাম .......
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন