।। প্রতিদিন বিভাগ।।
।। আগষ্ট সংখ্যা।।
।। স্বাধীনতা — ১।।
স্বাধীনতা
বিকাশ দাস
অস্ত্রের চেয়ে কলমের বেশি জোর
অন্ধকার চিরে নেমে আসে ভোর
বিকশিত পাঁজর প্রতিবাদের কাঁসর
আত্মার আলো বজ্রতর কণ্ঠস্বর
উন্মুক্ত আকাশ উন্মুক্ত পৃথিবী উন্মুক্ত হাওয়ায়
বুকের স্পন্দন সংহতির বন্ধন সম্পর্কের ছায়ায়
পাতাভরা গাছ দিনের রোদ রাতের চাঁদ ঘর বোঝায়
এক সাথে চলার প্রতিশ্রুতি প্রতিটি সুতোর সংগ্রাম
একতার উত্তরাধিকার প্রশংসার পঞ্চমুখ
মাটির কণায় কণায় উৎসর্গ করে গেছে রক্ত ঘাম
উৎসব উৎযাপন ভালোবাসার অবাধ সুখ।
জেগে থাক অভয় জেনে বুকের ভেতর আমার স্বদেশ
একতার গভীরে নির্দ্বিধায় পা ফেলে এগিয়ে যাও
সূর্যের আলোয় পুণ্য আকাশ, শিশির মগ্ন অক্ষুণ্ণ সমাবেশ
স্বাধীনতা ঐক্যের নাম। সাহস করে এগিয়ে যাও।
রক্ত-ঘামের সমৃদ্ধিতে দৃষ্টি জাগাও
ব্জ্র-ঝড়ে আকাশ রঙিন করে যাও
রক্ত দিয়ে রক্ত মুছতে মুছতে চলে যাও
দৃষ্টির আলিঙ্গনে মৃত্যু উৎসর্গ করে যাও
ঘুমের পায়ের চিহ্নে রেখে যেতে হবে স্বাধীনতার প্রতিধ্বনি
ছাই এর শীতলে অতীতের প্রজ্বলিত আগুনের পরশমণি
দেখ দৃঢ় আহ্বানের ডাকে ফুলে ওঠে যেন গোটা আন্দোলন
ধর্ম জাত-পাত ভাষা বিদ্বেষ ভেঙে চুরে পরিবর্তনের আবর্তন
মানচিত্র বিভাজনের অজুহাতে মানুষ মানুষের না হয় বিভাজন
উত্থান-পতনে হৃদয় থাক অগ্নিময় । রক্তরাঙা শিরায় জুড়ে প্রত্যয়
স্বাধীনতা মাথা উঁচু করে আকাশের পলকে পলক ধরে
মর্যাদার ভেতর বেঁচে থাকা সবাই সবার তরে
বলতে পারে নীরবতার প্রতিটি কণ্ঠস্বর ঐক্যের অধীশ্বর
স্বদেশের প্রদীপে আলোকিত সমস্ত অমর যোদ্ধার অবদান
মাঠ ভরা ধানের অনন্ত শীষ জুড়ে থাক ক্ষুধার আড়ম্বর ।
শ্রমের শোণিতে শোণিতে শয়নে জাগরণে স্বাধীনতার গান।
ধন্যবাদ
উত্তরমুছুন