লেবেল

রবিবার, ৬ জুন, ২০২১

দুঃসময়ের কবিতা -১৩।। বৈদ্যনাথ চক্রবর্তী।। Ankurisha ।।E.Magazine ।। Bengali poem in literature ।।

 


দুঃসময়ের কবিতা -১৩

বৈদ্যনাথ চক্রবর্তী 







১.
নববার্ষিকী'


কবিতা চাইলে 
 মাকড়পোকারা  
জাল বুনবে না পৃথিবীতে  
কবিতা চাইলে 
গরিব মানুষ 
 কষ্ট পাবে না শীতে 
কবি না চাইলে 
আকাশ-বাতাস 
স্বচ্ছ হবে না জলে 
 কবি না চাইলে 
জল থেকে মাছ 
 লাফাবে না অঞ্চলে 
কবিতা চাইলে 
মানুষ-জীবন 
ফুরোবে না এইভাবে 
 কবি যদি চায় 
 শোধিত আকাশ 
মানুষেরা ফিরে পাবে...






২.
ঘড়ি


জ্যোৎস্না, বিদ্যুৎ, রামধনু---এদের আবার বয়স আছে নাকি ! 
আর দেখ, দেয়ালে ঝুলছে ঘড়িটা, তার তিন কাঁটা।  ঘড়ি ? নাকি গুল্ম ওটা ঝুলে আছে ! 
 ওরও নেই বয়স, যদিও বয়স ওরই হাতে।  ঐ দেখ, সেকেন্ডের কাঁটা, গুল্মে চঞ্চল মৌটুসি পাখিটি 
আর ঐ যে মিনিট, দায়বদ্ধ ঘুঘু,  শেষে ঘন্টার কাঁটা, সুগম্ভীর বক 
একঠেঙে, মাছ পেলে, এক পা নড়েচড়ে বসে,  আড়মোড়া ভেঙে পাল্টে নেয় পা...






৩.
প্রজাপতির আত্মকথা



ডিম থেকে রওনা হয়ে প্রজাপতি পর্যন্ত পৌঁছানো'র 
এক লম্বা কাহিনী, মধ্যে ঢুকে আছে 
কালো কালো হাত, থেঁতলে মারার জন্য কালো কালো বুট...
ঝাঁক বেঁধে যখন থেকেছি সজনে বা শিউলি গাছে  
তখন দাবানলের চণ্ডাল রাগে ঝলসে গেছি পাড়া পাড়া 
অনিঃশেষ হইনি তবুও--- 
দেখ, কেমন উড়ে বেড়াচ্ছি বাগানে বাগানে...









আরও  পড়ুন👇👇








https://wwwankurisha.blogspot.com/2021/06/ankurisha-emagazine-bengali-poem-in_6.html




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন