লেবেল

সোমবার, ৭ জুন, ২০২১

দুঃসময়ের কবিতা - ১৬।। সুধাংশুরঞ্জন সাহা।। Ankurisha ।। E.Magazine ।। Bengali poem in literature ।।

 






দুঃসময়ের কবিতা - ১৬

সুধাংশুরঞ্জন সাহা


পৃথিবী বড় কাঁদছে



পৃথিবীর ভীষণ অসুখ। 
মনখারাপের জ্বর।
মলাটহীন অস্থির সময়ের উপন্যাস
বিষবাতাসে উড়ছে...।

গাছের কাছে দাঁড়াও।
শরীরে জড়াও পাতা।
পাখিরা কিচিরমিচির করে করুক।
কুয়াশা থাকলে থাক !
যে পথ হারিয়ে গেছে বনের গভীরে,
গাঢ় কুয়াশায় !
সেই পথের টান অমোঘ।
মানুষ বারেবারে হয়েছে ঘরছাড়া।

এবার ফিরে এসো বিকল্প বৃক্ষজন্মে।
কিংবা ফিরে এসো পাখিজন্মে।
পৃথিবী বড় কাঁদছে।






আরও  পড়ুন 👇👇







https://wwwankurisha.blogspot.com/2021/06/ankurisha-emagazine-bengali-poem-in_32.html





৩টি মন্তব্য: