লেবেল

বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২

শুধু কবিতায়... যুদ্ধ বিরোধী কবিতা -১০।। দুরন্ত বিজলী।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 






যুদ্ধ বিরোধী কবিতা -১০

দুরন্ত বিজলী




১.

যুদ্ধের শিশুটি



শিশুটির চোখের জলে
উপচে পড়ে আকাশ

আগুনের লেলিহান শিখায়
যতই পোড়াক ভূমি
সমুদ্রে উঠুক বারুদের গন্ধ

তবু মায়ের কোলে
চোখের জলে
সে ভাসিয়ে দিচ্ছে চরাচর

সে মা বেঁচে নেই

তারই আঁচল জড়িয়ে
লুকিয়ে পড়ে সে

ভয়ে কুঁকড়ে লাশের শরীরে
মিশতে চায়

মাথা তুলে ভয়ে ভয়ে
আকাশে তাকায়।






২.
যুদ্ধ নয়


আলোটাকে নিভিয়ে দিতে চায়
আগুনে পোড়ায় চতুর্দিক

মাংসপোড়া গন্ধে বাতাস ভরে
আতঙ্ক ছড়ায় দিগ্বিদিক

বাবার জন্য অপেক্ষা বাঙ্কারে
ছেলের জন্য মায়ের বুকে কান্না

ধোঁয়া ধুলোয় আঁধার ঘনিয়ে আসে
যুদ্ধ নয় যুদ্ধ নয় না না আর না

যুদ্ধ মানে ধ্বংস হাহুতাশ
যুদ্ধ আনে বিষম বিপর্যয়

সভ্যতার চিহ্ন মুছে যায়
মানবতার অপূরনীয় ক্ষয়।












1 টি মন্তব্য: