যুদ্ধ বিরোধী কবিতা -৯
মণিদীপা বিশ্বাস কীর্তনিয়া
নিজস্ব সংবাদদাতা
সমস্ত আক্ষেপ জুড়ে ভয়ার্ত মুখ
ফেটে পড়া বুদবুদে কী এক হাওয়ার অসুখ
মৃত্যু খুব বিনিময় হয় এই গ্ৰহে
ঝকঝকে ব্রেকিং নিউজে
মৃতদেহগুলি সরু হয়ে মিশে যাচ্ছে ধোঁয়ার উপত্যকায়
হেডলাইন সরাসরি তাক করে চোখ
এই যেমন গোপন আস্তানা থেকে বেরিয়ে আসে কলাম
ভারী বুটের মার্চে দৌড়ে যাওয়া রাস্তা দ্যাখে
শেষবারের মতো কেঁপে ওঠে রাত
জোরালো ফোকাসে তুলে আনা মুহূর্ত বিড়বিড় করে
সত্যি হয় যদি সত্যি হয় যদি… যুদ্ধের নিথর চোখ!
ইনসেটে কান্না ও শোক..রক্তের ছিটে
ভাঙা খেলনার মতো ছড়ানো অস্ত্রর মাথা নিয়ে
মরে গেছে যুদ্ধের শরীর
নিজস্ব সংবাদদাতা জানাবেন
বাচ্চাদের ইস্কুলবাড়ির মতো
রোদ এল পৃথিবীর পিঠে…
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন