যুদ্ধ বিরোধী কবিতা -৮
অমিত কাশ্যপ
শান্তির বারি
একটা গোধূলি পেরিয়ে রাত্রির তমসা নামে
এ সময় চুপ থাকতে ইচ্ছে করে ভীষণ
চারিদিকও এ সময় চুপ থাকে যেমন
কেমন উদাস করা মন হয় জানি, তবে হয়
হয়তো হয় ভয়, হয়তো নিছক কল্পনা
কল্পনায় চারিদিকে কেমন বারুদ গন্ধ হয়
হয় পৃথিবী রসাতলে যাবার রহস্য এক
আরো কতকিছু হয় হয়তো
খণ্ড খণ্ড পৃথিবীর ত্রাস, খণ্ড খণ্ড মানুষ বিভাজন
রক্তলাগা অলিখিত ভোর, অশান্তির বাতাবরণ
আমরা তাকিয়ে আছি, আমরা চুপ করে আছি যেমন
সামনে মৃতের স্তূপ, সামনে আকাশ থেকে নেমে আসছে
মৃত্যুদূত, চাপ চাপ কালো মেঘে বিভ্রম কিছু
আমরা কবর আর ধোঁয়ার সামনে বিস্ময়ে স্থির
দূরে 'বরিষ ধরা-মাঝে শান্তির বারি'
ভীষণ জীবন্ত কবিতার কথা।
উত্তরমুছুন