লেবেল

সোমবার, ৪ এপ্রিল, ২০২২

শুধু কবিতায়... যুদ্ধ বিরোধী কবিতা -৭।। ফটিক চৌধুরী।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 




যুদ্ধ বিরোধী কবিতা -৭

ফটিক চৌধুরী




১.

শান্তি, গৃহ থেকে



যে মুদ্রাটি দেখছ তার একপিঠে যুদ্ধ
অন্যপিঠে শান্তি
যতবার টস করছি
শুধু যুদ্ধই জিতে যাচ্ছে।
পুরনো মুদ্রা আনলাম বাংলাদেশে গিয়ে
মুক্তিযোদ্ধার কাছ থেকে
টস করতেই একই ঘটনা
যুদ্ধই জিতে যাচ্ছে।
আরো অ্যান্টিক মুদ্রা ব্যবহার করলাম
পলাশীর, সেখানেও তাই।
প্রতিবার যুদ্ধই জিতে গেলে
শান্তির কি হবে?

এবার শান্তির খোঁজে বাড়ি ফিরলাম
শান্তিটা গৃহ থেকেই শুরু করে দেখি!





২.
যুদ্ধবাজ


প্রতিনিয়ত আমাদের মধ্যে যুদ্ধ চলছে
মনের সঙ্গে শরীরের 
ধনীর সঙ্গে গরিবের 
যুদ্ধের ভেতরে যুদ্ধ
যুদ্ধের বাইরে যু্দ্ধ
এই অসম লড়াই চিরকালের।

একসময় যুদ্ধ চলেছে
আর্য অনার্যের মধ্যে
দেবতা ও দানবের মধ্যে
এনিয়ে কত মহাকাব্য
রামায়ণ মহাভারত।

আমরা রাস্তায় নেমে মিছিল করি
শ্লোগানে শ্লোগানে আকাশ ভরিয়ে দিই
কিন্তু যুদ্ধ চলতে থাকে
আমাদের প্রতিবাদও চলে।

যুদ্ধও চলে অবিরত, যুদ্ধবাজরা বধির অন্ধ
শুধু একটাই পথ--
তাদের যদি ঘুম কেড়ে নেওয়া যেত !














২টি মন্তব্য: