লেবেল

বুধবার, ১৩ অক্টোবর, ২০২১

শুধু কবিতায়... আগমনী বন্দনা -৩৫ ।। ড. রমলা মুখার্জী।। Ankurisha ।।E.Magazine ।।Bengali poem in literature ।।

 




আগমনী বন্দনা -৩৫

  ড. রমলা মুখার্জী

১.

শিউলি ডালে শরৎ দোলে



প‍্যাচ প‍্যাচে গরম শেষে ঘনিয়ে এল বর্ষা-
গাছ-লতা-প্রাণীর প্রাণে বাঁচার নব ভরসা।

রাস্তা-ঘাট কাদায় ভরে পিছল হবার পরে,
মেঘলা আকাশ কেটে ঐ সোনালী রোদ ওড়ে।

তুলোয় পেঁজা মেঘ-বালিকা বলছে ডেকে আয়-
নীল আকাশে শুভ্রা শরৎ নৃত‍্য করে যায়।

কাশের বনে সাদা চামর শিউলি ডালে ডালে-
মা দুর্গা আসছেন ঐ ঢাকের তালে তালে।

শতদল-শালুক ফুলে সেজেছে আজ ধরা-
পুকুর-দিঘি-ঝিল-নদী কানায় কানায় ভরা।

পুজোর ছুটির আনন্দেতে উদ্বেলিত প্রাণ-
মায়ের তিনটি চোখের পাতায় শেষ তুলির টান।

এমনি করে বছর পরে মা সবার ঘরে-
ঝুপড়ি-কুটির-ইমারত আনন্দেতে ভরে।








২.
  মরণ থেকে নাও মা ডেকে


মিষ্টি হাওয়ায় গান যে শোনায় ভোরের পাখি-
রঙের থালা মেলছে ডালা তাকিয়ে দেখি।

শিউলি সকাল ছন্দে মাতাল গন্ধে  ভরা-
নতুন আশায় ভালোবাসায় সারছে জরা।

পদ্ম ডাকে মধুপটাকে দিঘির ধারে-
যেথায় আছে শাপলা-শালুক সারে সারে।

বুকের মাঝে নূপুর বাজে রিণিরিণি...
আসছে দোলায় সোনার আলোয় মা জননী।

শিশির ঘাসে  ঝিলিক হাসে মুক্তকণা-
ঢাকের কাঠি কাঁসর মিঠি কাই-না-না-না-

বাদ‍্যি বোলে হৃদয় দোলে তাকুড় নাকুড়-
অন্ধমনে আলো এনে দাও গো ঠাকুর।

আলোর গানে অসুর প্রাণে সুরের নাচন-
মরণ থেকে নাও মা ডেকে তবেই বাঁচন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন