শীত যে আমার প্রাণের দোসর
জয়শ্রী সরকার
শীত ঋতুতে এই আমিটাই মেঘপরি এক মেয়ে
হিমের কুচি গায়ে মেখে এলেম বুঝি ধেয়ে।
মাঘের বাঘা শীতে আমি খুব সকালে উঠি
সন্ধ্যে হলেই শীতের ঠেলায় লেপের কাছে ছুটি !
শীতের ছড়া লিখতে বসে হাত যে আমার ঠান্ডা
জারজর্জর শীতটা এবার মারছে বুঝি ডান্ডা।
সকালবেলা খেজুর রসে প্রাণের ছোঁয়া লাগে
নরম রোদের পরশ পেয়ে ছন্দ বুঝি জাগে !
আগের দিনে শিউলিরা সব হাঁড়ি বাঁধে গাছে
পরের দিনে ভোর না হতেই রস পেয়ে যায় কাছে।
সকালবেলা জিরেন রসে গলা ভেজায় যারা
খোশমেজাজে প্রাণের সুখে আমেজ করে তারা !
পিঠে-পুলির স্বাদটা যেন অনেক বেশি আপন
মিষ্টি-মধুর ঘ্রাণের টানে আর লাগে না কাঁপন।
হারকাঁপুনে শীত পড়েছে জমবে মেলা-খেলা
ময়দানেতে মনের সুখে কাটবে সারাবেলা !
শীতকালেতে মস্ত মজা বইমেলাতে গেলে
নতুন নতুন বইয়ের সারি দেখবো দু'চোখ মেলে।
শীত যে আমার প্রাণের দোসর, প্রাণের প্রিয় ঋতু
যতই কাঁপি হই না তবু তোমার মতো ভীতু !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন