লেবেল

মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪

। প্রতিদিন বিভাগ।। ।।ডিসেম্বর সংখ্যা।। ।।শীত বিষয়ক কবিতা / ছড়া— ৪।। শীতের রাতে — বিদ্যুৎ মিশ্র।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।




। প্রতিদিন বিভাগ।। 

।।ডিসেম্বর সংখ্যা।। 

।।শীত বিষয়ক কবিতা / ছড়া— ৪।।



শীতের রাতে

বিদ্যুৎ মিশ্র

শীতের রাতে গরিব দুখি
খোলা আকাশ নিচে ,
ধনী মানুষ অট্টালিকায়
উষ্ণতা নেয় মিছে।

ছেঁড়া কাপড় পরিধানে
শিশির ভেজা কাঁথা,
ফুটো চালের মধ্যে তারা
বাঁচাই শুধু মাথা।

কাঁপতে থাকে ভীষণ শীতে
নেইতো কিছু সম্বল,
ধনী মানুষ তোষক গদি
জড়িয়ে নেয় কম্বল।

ধনীর ছেলে শীতের দিনে
পিঠে পায়েস খাবে,
পিকনিকে আর দূর শহরে
ঘুরতে তারা যাবে।

গরিব মানুষ পথের উপর
শীতে কাঁপে জোরে,
শিশির ভেজা চাদর খানি
যায় ভিজে রোজ ভোরে ।

1 টি মন্তব্য: