।। প্রতিদিন বিভাগ।।
।।ডিসেম্বর সংখ্যা।।
।।শীত বিষয়ক কবিতা / ছড়া— ৩।।
চমৎকার
অমিত কাশ্যপ
ছুঁয়ে আছে শীত সকালের রোদ
অরণ্য পেরিয়ে ওই যে জনপথ
পেয়ে বসেছে গ্রাম্য চালচিত্র
উদার উঠোন হয়ে উঠেছে
সোনালি নরম রোদের আঁতুড়ঘর
দূরে কড়াইখেতের ওপর সবুজ ফড়িং
চঞ্চল ডানার উড়ানে কতকথা আঁকা
তোমরা সীমানা দেখতে দেখতে লেবুবাগানে
প্রস্তরখণ্ডের ওপর তাজা হিমআভা
এই বুঝি কুয়াশা বিলীন হল
একখণ্ড চিত্রপট প্রাপ্তি আর অপ্রাপ্তি
বর্ণময়তায় একটা চমৎকার হোক
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন