।। প্রতিদিন বিভাগ।।
।।ডিসেম্বর সংখ্যা।।
।।শীত বিষয়ক কবিতা / ছড়া— ২।।
শীতের ছড়া
ফটিক চৌধুরী
শীত আসে না শীত আসে না
কোথায় গেল শীত
শীতকে তুমি ডাকবে যত, হবে
হিতে বিপরীত।
এই জগতে কেউ কি তেমন
নিয়ম মেনে চলে
আমরা শুধু এখন বেঁচে আছি
ছলেবলে কৌশলে।
চাঁদ সূর্য উঠছে দেখো
এখনও নিয়ম মেনে
আসল জিনিস ক'জন চেনে
নকল সবাই কেনে।
শীতের পোশাক সব কি তবে
কাটবে বুঝি পোকায়?
শীত এখনও আসেনি তো
ঠাকুপুকুর জোকায়।
শীতের আমি শীতের তুমি
শীত নয়কো শীতের
শীত নিয়ে কেউ খেলছে খেলা
শুধুই হারজিতের।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন