লেবেল

শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪

শুরু হলো... ।। অঙ্কুরীশা-র পাতায়...প্রতিদিন বিভাগ।। ।।ডিসেম্বর সংখ্যা।। ।।শীত বিষয়ক কবিতা / ছড়া।। উত্তরের ঝরাপাতা — অজিত বাইরী।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 



।। প্রতিদিন বিভাগ।। 

।।ডিসেম্বর সংখ্যা।। 

।।শীত বিষয়ক কবিতা / ছড়া— ১।।





উত্তরের ঝরাপাতা  

অজিত বাইরী 



হেলাফেলায় বেলা গেল,গেল কী বেলা!

উত্তরের ঝরা-পাতা যাবার সময় 

                            কি কথা বলে গেল?

এখনও একচিলতে আলো লেগে আছে 

                            আকাশের কোণায় ।

গোধূলি, আহা গোধূলি, কী বিষণ্ণ, মধুর শব্দ!


আমি তো অরণ্যের পাতা বিছানায় শুয়ে

                                   আকাশ  দেখি;

জীবনানন্দের কবিতা  থেকে উঠে এসে

ঘাসফড়িঙেরা ডানা মেলে বাতাসে।।

নৈঃশব্দ্য গভীর হলে তারও ভেতর ছন্দের

                                       আভাস পাই।


কে লেখে কবিতা  আমার ভেতরে?

                  বর্ণমালা ঝরে হেমন্তসন্ধ্যায়।

হয়তো কিছু পরে একরাশ পাতার পিছনে

জড়ো হবে স্বাতী, রোহিনী, কৃত্তিকা।

এত মুগ্ধতা! তবু কেন মনে  হয়,দিন গেল

হেলাফেলায়? আমি কি কবিতার কাছে

                              গ্রহণ করিনি ঋণ?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন