প্রেমের মধুপুরে
গোবিন্দ মোদক
তোমার চোখে চোখ রেখেছি
হাত রেখেছি হাতে,
প্রথম দু'জন চলতে শেখা
প্রেমের সুপ্রভাতে!
তুমি হয়েছ চাতক-নদি
আমি বৃষ্টিধারা,
উজান স্রোতে ভাসিয়ে ডিঙি
দু'জন আত্মহারা!
তুমি হয়েছ ফুল-বাগিচা
আমি প্রজাপতি,
যুগলবন্দি দুইজনাতে
যেমন মদন-রতি!
তুমি হয়েছ দিঘির জল
হংসরাজ আমি,
তোমার আমার মিলন-গাঁথা
লেখেন অন্তর্যামী!
তুমি হয়েছ বিরহী প্রিয়া
আমি পরবাসী,
প্রেমের ছন্দে চিঠি লিখে
স্বপ্নে তোমার আসি!
তুমি হয়েছ মনমোহিনী
আমি তোমার মন,
দু'জন ভাবি দু'জনাকেই
সদাই সর্বক্ষণ!
তুমি হয়েছ কৃষ্ণপ্রিয়া
আমি রাখাল-রাজা,
দোহাই তোমার দিও নাকো
বিরহেরই সাজা!
তুমি হয়েছ মোহন-বাঁশি
আমি বাজাই সুরে,
দুইজনাতে যাবো এখন
প্রেমের মধুপুরে!
তাই —
তোমার চোখে চোখ রাখবো
রাখবো হাতে হাত,
এখন —
সুখ-স্বর্গে খুঁজবো দু'জন
প্রেমের পারিজাত!!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন