।। প্রতিদিন বিভাগ।।
।। ডিসেম্বর সংখ্যা।।
।। বিষয় — নতুন চাঁদ— ৫।।
মধুচন্দ্রিমা
দীপক বেরা
সাদা পাতার ওপর নগ্ন মানুষের ছায়া
আজ একটা মিথ্যের ওপর দাঁড়িয়ে মনে হয়
এই জল, মাটি, বাতাস—সবাই প্রতারক
ছাপাখানা ক্ষমতার লিখনের অক্ষম পুতুল
মৃত নক্ষত্রের গ্রামে দূরে ফ্যাকাসে চাঁদ উঠছে...
আধখোলা দরজায় ঠেস দিয়ে সমর্পিত নরনারী
সবাই ভাবছে— ওটাই তো অবিকল সূর্য!
গান থেমে গেছে, শুদ্ধ শিকড়ের পাদদেশ
থেকে দূরে দাঁড়িয়ে সমকাল
মহামান্য ন্যায়ের ধ্বজাধারীরাও আজ বড়
অভ্যর্থনাপ্রিয়
মূক ও বধির মানুষদের আজ মধুচন্দ্রিমা...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন