লেবেল

শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

।। প্রতিদিন বিভাগ।। ।। ডিসেম্বর সংখ্যা।। ।। বিষয় — নতুন চাঁদ— ৬।। চাঁদের নরম গায়ে কবিতার ছায়া — তারাশংকর দে।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।


   ।।  প্রতিদিন বিভাগ।।

    ।। ডিসেম্বর সংখ্যা।। 

   ।। বিষয় — নতুন চাঁদ— ৬।। 








চাঁদের নরম গায়ে কবিতার ছায়া
   তারাশংকর দে 



যখন কবিতা লিখি—
চাঁদের নরম গায়ে চাঁদের আলো
আঙুলে লেগে থাকে নিঃশব্দে,
দেহ শূন্য হয়ে যায় সাদা পাতা,
আর হৃদয় ভিজে ওঠে সৃষ্টির
অদ্ভুত মহাকাশীয় স্পর্শে।

যখন কবিতা লিখি—
বোধের ভিতরে জন্ম নেয়
এক অনির্বচনীয় মহাজাগতিক আলো,
যেখানে শব্দেরা হয়ে ওঠে
তারার মতো উজ্জ্বল
এবং নীরবতারাও
নিজস্ব ভাষায় 
কথা বলতে শেখে।

হয়তো—
ফিকিরের পথে 
কোনো হিসেব-নিকেশ নেই,
কিন্তু মন তখন ফকির হয়ে
নিঃস্বতার সৌন্দর্য খুঁজে ফেরে
বিশ্বব্রহ্মাণ্ডের প্রতিটি নক্ষত্রে।

চাঁদের নরম গায়ে
কলম ছুঁয়ে দিলে
জন্ম নেয় 
কবিতার চিরন্তন ছায়া—
যেখানে ভালোবাসা, 
আলো আর অনন্ত স্বপ্ন
চুপচাপ বাসা বাঁধে।

চাঁদের নরম গায়ে কবিতার ছায়া—
এভাবেই জন্ম নেয়
অমোঘ, অবিনশ্বর সৃষ্টির আলো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন