।। প্রতিদিন বিভাগ।।
।। ডিসেম্বর সংখ্যা।।
।। বিষয় — নতুন চাঁদ— ৭।।
চাঁদ বিষয়ক চার-চারটি চার্লাইন!
গোবিন্দ মোদক
১.
থুত্থুড়ি ওই চাঁদের বুড়ি
থুত্থুড়ি ওই চাঁদের বুড়ি চরকা কাটে ভোর থেকে;
সুতোগুলো আলোর রঙে রাঙিয়ে নিয়ে দেয় রেখে!
সন্ধ্যা হলেই জোছ্না সুতোয় উড়িয়ে দেয় চাঁদ-ঘুড়ি;
স্নিগ্ধ আলো ছড়িয়ে হাসে থুত্থুড়ি সেই চাঁদবুড়ি!!
২.
চশমা ছাড়া চাঁদের বুড়ি
চশমা ছাড়াই চাঁদের বুড়ি বেশ তো দেখে চোখে!
রহস্যটা জানতে তাকে ডাকলো স্বর্গলোকে !!
রহস্যটা জেনে নিয়ে কুবের হল ধনী !
পেজে গিয়ে লাইক-শেয়ার করো রে এক্ষুণি !!
৩.
চাঁদের বুড়ির চোখ
চুপি চুপি বলে গুপি -- করেছি এক ফন্দি!
থুত্থুড়ি ওই চাঁদের বুড়ি করব তাকে বন্দি!!
চশমা ছাড়াই সুতো কাটে বুড়ির এমন চোখ,
বিদ্যেটা ভাই নেবো শিখে হবো বড়লোক!!
৪.
চাঁদের বুড়ি খায় যে মুড়ি
চাঁদের বুড়ি খায় যে মুড়ি চরকা চালায় জোরে,
চশমা ছাড়াই সুতো কাটে সারাটা রাত ধরে !
রহস্যটা জানতে গিয়ে হোলো গবেষণা ,
জানা গেল চোখে বুড়ি লাগায় গোরুর চোনা !!

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন