।। প্রতিদিন বিভাগ।।
।।ডিসেম্বর সংখ্যা।।
।।শীত বিষয়ক কবিতা / ছড়া— ২০।।
নতুন রসের প্রতীক্ষায়
সোমা চক্রবর্তী
আসি আসি করেও, তোমার আসতে দেরি
এ-বছর
কাক ভেজা বৃষ্টির ছাঁট জানান দেয়
তুমি আসছো
উত্তরে হাওয়ার দাপটে নেই জোর
কামড়ে শক্তি নেই , তবুও
ফুলে ফলে সবজিতে, মাঠের সোনালী ধানে,
তোমার কাছে আসা!
ভিজে মেঠ পথে কুয়াশার জল,
আকাশের যত জল আলাপনা বিছায়
প্রকৃতির বুকে
খেজুর গাছের হাঁড়ি বাঁধা
নতুন রসের প্রতিক্ষায়
তুমি এসো কাছে
অবশেষে তুমি এলে, একটু ওমের ছোঁয়ায়
তোমাকেই কাছে পাবার আকাঙ্ক্ষী মন
প্রতীক্ষা করে!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন