।। প্রতিদিন বিভাগ।।
।।ডিসেম্বর সংখ্যা।।
।।শীত বিষয়ক কবিতা / ছড়া— ২০।।
সেই সব শীতের রাত
অর্ণব মিত্র
ঘুমিয়ে আছি
ডুবে যাচ্ছি স্বপ্নে- আর দেখছি
পুকুরের উপর জমে আছে ঘন কুয়াশা
খেলার মাঠের পায়ে চলা পথ হারিয়ে গেছে অন্ধকারে
আর স্কুলের পিছনে নির্জন ধানজমিতে সন্ধ্যা নামছে।
দেখি স্টেশনের কাছে পরিত্যক্ত সেই চালের মিল
-চারিদিকে শুকনো পাতা পড়ে আছে
আর
হাড়ি থেকে ভেসে আসছে চাল ফোটানোর গন্ধ।
ধানজমির মাঝখানে জেগে আছে
অনিমেষদের সেই মাটির বাড়ি
জ্যোস্নার আলোছায়ায় ভেসে আছে উঠোন ও পুকুর।
এখন গভীর রাত
বাড়িতে বাড়িতে সবাই ঘুমিয়ে আছে
উঠোনের পাশে পড়ে আছে ঝাড়াই করা ধান
গোয়ালঘরের এককোণে ফুটে উঠেছে একটি তারা ।
আমি জেগে আছি স্বপ্নের ভিতরে
আর খুঁজে পেয়েছি
তিরিশ বছর আগের সেই সব ঠাণ্ডা শীতের রাত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন