।। প্রতিদিন বিভাগ।।
।। নভেম্বর সংখ্যা।।
।। গদ্য কবিতা ( উন্মুক্ত) —১।।
ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে
অজিত বাইরী
ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে তুমি গইছো
উন্মাদের মতো।
আমার বাবা নেই, মা নেই, ভাই-ভগ্নী নেই
স্ত্রী নেই,সন্তান নেই, প্রিয়জন, প্রতিবেশী নেই
পায়ের নিচে আছে শুধু স্বজনের গোরস্থান।
ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে তুমি গাইছো
আমি যুদ্ধ চাইনি, হত্যা চাইনি,লুঠ, অগ্নিসংযোগ চাইনি
চাইনি হাজার হাজার মানুষ সম্বলহীন,সহায়হীন
দেশ ছেড়ে যাক, পিছনে জ্বলতে থাকুক
তাদের বাড়িঘর, খামার, ফসলের গোলা
তুমি গাইছো, আমি চাইনি নদীর জল
লাল হয়ে উঠুক রক্তে, আমি চাইনি
ক্ষুধার্তের ভাতের থালায় ছিটকে পড়ুক রক্ত।
চাইনি স্বজনহারার শোকে ভারি হয়ে উঠুক
চারপাশের বাতাস, চাইনি অনাথ হয়ে যাক
হাজার হাজার মানব-শিশু।
একটা দেশ চেয়েছিলাম স্বাধীনভাবে বাঁচার।
দু'বেলার গ্রাসাচ্ছাদন আর পরস্পরকে আঁকড়ে
বেঁচে থাকার আশ্বাস, সন্ত্রাস থেকে মুক্তি।
ভালোবেসে চেয়েছিলাম
মানুষের কাছে ভালোবাসা ।
ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে তুমি
উন্মাদের মতো গাইছো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন