লেবেল

বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪

।। প্রতিদিন বিভাগ।। ।। অক্টোবর সংখ্যা।। ।। উৎসব বিষয়য়ক- ২০।। কালী রূপে••• অশোক ব্যানার্জী।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।



    ।।  প্রতিদিন বিভাগ।। 

    ।।  অক্টোবর সংখ্যা।। 

    ।।  উৎসব বিষয়য়ক- ২০।।


কালী রূপে•••

অশোক ব্যানার্জী


চারদিকে আজ বড়ই অস্থিরতা

আঁধার যুগ আবার এল ফিরে ?

ভ্রষ্টাচারে ভরে গেছে আজ দেশটা 

এ আঁধার তবে দূর হবে কি করে !


দূর আকাশে হঠাৎ চেয়ে দেখি

আলোর রেখা উঠেছে ঐ ফুটে

তীব্র জ্যোতির্ময়ী এক নারীর

বরাভয় হাত এবার দৃশ্যপটে ।


দৃপ্ত পায়ে এগিয়ে আসছেন তিনি

দু'চোখ থেকে আগুন যেন ঝরে

যত অনাচার, অমার্জিত অপরাধ,

ভষ্ম হবে সেই আগুনে পুড়ে।


বাম হাতে তার মুণ্ডমালা ঝোলে 

আরেক হাতে খাঁড়ার ঝলকানি

ডান হাতে তার আশীর্বাদের ভঙ্গী

আর একটি হাতে শান্তির ললিত বাণী ।


দেশটা যে আজ কালিমাতে ভরা

তাইতো তিনি কালী রূপে আজ

আসছেন ছুটে অসুর নিধন কল্পে

তাই বুঝি এই রণরঙ্গিনী সাজ !


দুর্দম বেগে আসছেন তিনি ছুটে

শিব শক্তি নিথর পায়ের কাছে

অশুভ শক্তি দমন করে এবার

সব কালিমা দেবেন ধুয়ে মুছে ।


পৃথিবীটাকে আলোয় ভরিয়ে দিয়ে

শিব শক্তির পূর্ণ জাগরণ !

কালিমা লিপ্ত ভ্রষ্টাচারের অন্ত,

কালো মেয়ের এটাই লক্ষ্য এখন ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন