লেবেল

বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪

।। প্রতিদিন বিভাগ।। ।। এপ্রিল সংখ্যা।। ।। বাঙালি ও পহেলা বৈশাখ— ৫।। মরচেপড়া বাঙালিয়ানা — পুষ্প সাঁতরা।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।





      ।। প্রতিদিন বিভাগ।। 

      ।।  এপ্রিল সংখ্যা।। 

। বাঙালি ও পহেলা বৈশাখ— ৫।। 



মরচেপড়া বাঙালিয়ানা

পুষ্প সাঁতরা

বাঙালি পুড়তে জানে ভিজতে জানে
দাবদাহের আবহাওয়ায়
কব্জি ডুবিয়ে পেট পুজা সারে
ভুল নেই কিছু চাওয়ায়।
পহেলা বোশেখ দেদার আড্ডা
হালখাতা স- গৌরবে
বাঙালি মজলিসে জুড়ি মেলা ভার
প্রেমের ই সংরাগে।
বেশ ভূষাতে খাঁটি বাঙালিয়ানা
গিলে করা ধুতি পাঞ্জাবি
আধুনিকতা যতই সুড়সুড়ি দিক
পোষাক হাবিজাবি।
আচার- বিচার নক্ষত্র যাত্রাযোগ
পাঁজিই পকেটে ভরসা
তিথি কেটে কেটে মগজ সুড়সুড়ি
বাঙালির শীত গ্রীষ্ম বর্ষা।
মরচে পড়া বাঙালিয়ানার
অনুভূতি বোধ হুল্লোড়
লাল দাগটা লাল চোখ দেখায়
পহেলা বোশেখের জোড়।।


1 টি মন্তব্য: