।। প্রতিদিন বিভাগ।।
।। এপ্রিল সংখ্যা।।
।। বাঙালি ও পহেলা বৈশাখ— ৬।।
কাজল মৈত্র এর কবিতা
১.
হালখাতা
পায়ে পায়ে ধুলো উড়ে
নববর্ষের এই মিষ্টি প্রহরে
৩৬৪ দিন পরে
আবার নববর্ষ আসে ফিরে
জমা হোক রাশি রাশি
খাতায় জমুক মিষ্টি হাসি
আমি তুমি হাত ধরে
গাইবো গান রবি সুরে
হোক এই কালচৈত্রের অবসান
হালখাতায় নামুক আনন্দের বর্ষণ
সন্ধ্যা হোক আরো রঙিন
হারিয়ে যাক জীর্ণ মলিন ।
২.
পহেলা বৈশাখ
একটা দিনে হয় নতুন দিগন্তের সূচনা
খাতায় জমা পড়ে শুধু অন্তহীন জোসনা
লাল হালখাতায় বাঁধা থাকে বাৎসরিক হিসাব
চৈত্র সংক্রান্তি শেষে নেমে আসে পহেলা বৈশাখ
একটা দিন মিষ্টি মুখে হেসে কেটে যায়
বৈশাখী গান ফেরে দীপ্ত হাওয়ায়
পথঘাট পুড়ে যায় রাগী রোদের তেজে
গরমে শান্ত ছায়া কেমন ঝুঁকে আছে
হিংসা বিদ্বেষের আজ হোক অবসান
পহেলা বৈশাখে আমরা করি আবাহন
ভাড়া করে ঝগড়ায় কেন কাটে দিন
হালখাতায় হারিয়ে যাক পুরানো সব ঋণ ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন