লেবেল

বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪

।। জানুয়ারি সংখ্যা।। ।। নেতাজী ও ২৩ ও ২৬ শে জানুয়ারি -২৫।। নেতাজি স্মরণে —সমর আচার্য্য।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।




        


                  । জানুয়ারি সংখ্যা।। 

  ।।  নেতাজী  ও ২৩ ও ২৬ শে জানুয়ারি -২৫।।




নেতাজি স্মরণে

সমর আচার্য্য



আমাকে তোমরা রক্ত দাও, আমি দেব স্বাধীনতা

এমন কথা কেউ বলেনি ঘুচাতে দেশের পরাধীনতা

পরাধীন মায়ের বীর সন্তান ওগো মহান নেতা

এসেছিলে মায়ের কোলে ঘুচাতে তার মন- ব্যথা।


 ভেদাভেদ ভুলে দিল্লি চলো আওয়াজ তুলে

এনে জাগরণ জাগিয়ে মন ভরিয়ে ফলে ফুলে

হলে তুমি  সবার নেতা, হয়ে নেতাজি নামে

ধন্য করলে দেশের নাম সমগ্র ধরণী ধামে।


তোমায় বাঙালি ভুলবে না, ভুলবে না ভারতবাসী

রাখবে মনের মনি কোঠায় একান্তে ভালোবাসি

আবার যদি আসো ফিরে করবে সাদরে বরণ

তোমার মতো নেতা ছাড়া হবে না যে দুঃখ হরণ!


আজ শুভ জন্মদিনে নাও আমাদের প্রণাম

থাকো তুমি আমাদের মাঝে নিয়ে তোমার সুনাম।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন