লেবেল

বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০২৩

স্বামী বিবেকানন্দ বিষয়ক কবিতা -১৩।। বিবেকের বাণী - দুরন্ত বিজলী।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 




স্বামী বিবেকানন্দ বিষয়ক কবিতা -১৩



বিবেকের বাণী

দুরন্ত বিজলী

এখন সময় ভালো নয়।
মেরুদণ্ডে আঘাত পড়ছে।

অন্ধকার দূর করে প্রগতির পথে
এগিয়ে যাবার কথা বলছেন ?
ভালো।
কিন্তু মন কি স্বচ্ছ ?
ভেদাভেদের সূক্ষ স্রোত কিছুটা দূরত্ব
তৈরি করছে না কি?
পুরোপুরি ঝেড়ে ফেলে দিতে পারছেন না,
আপনিও না।

বিবেকানন্দের মুচিমেথরের ভাতৃত্ব বোধ ও
সার্বজনীন মিলনের মহান আহ্বানকে উপেক্ষা
করে আমরা অন্ধকারকে গ্রহন করছি।

এই দুঃসময়ে বিবেকের বাণী মানুষকে
এখনও আলো দেখায়। আসুন,
বিবেককে অধ্যয়ন করি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন