স্বামী বিবেকানন্দ বিষয়ক কবিতা -১২
সাইক্লোনিক মঙ্ক
শুভঙ্কর দাস
আয়ু প্রতিদিন যে মানুষটার পদতলে একটাই প্রার্থনা করে,
আমাকে বাঁচিয়ে রাখো...
তাঁকে কী বলবে? অলৌকিক সাঁকো!
স্বর্গ ও নরকের...
একই সঙ্গে আকাশ ও মাটি,রক্তমাংস ও কল্পনালতা,আয়োজন ও অভিযান,আবিষ্কার ও আরাধনা
সবকিছু মিলিয়েমিশিয়ে নিজেই হয়ে উঠেছিলেন
একটি গেরুয়া রঙের পাগড়ি...
যা দেখলে মনে একটি হেমন্তের হলুদ পাতার বৃক্ষ, শুধু নিজের ঝরে যাওয়া কষ্টগুলো মাথার শিরা-উপশিরায় গোপন রেখে
মুখে এনেছেন আরণ্যক সভ্যতার সবুজতা...
তাঁকে যদি শুধু সন্ন্যাসী বলো,তাহলে গুহা চেঁচিয়ে উঠবে অসম্পূর্ণতায়
তাঁকে শুধু যদি বিদ্রোহী বলো,তাহলে গৃহ কাতর হয়ে উঠবে,অসম্মানে
তাঁকে বলো,সেই মহামানব
যাঁর নাম উচ্চারণে প্রতিটি ধূলি অপেক্ষা করে মূর্তি হয়ে ওঠার জন্য...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন