লেবেল

মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২

জীবনবোধের কবিতা -২৮।। দলছুটের দলেরা — রমলা মুখার্জী।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।




জীবনবোধের কবিতা -২৮


দলছুটের দলেরা    

 রমলা মুখার্জী


বিয়ের আগে আমি ছিলাম একান্নবর্তী পরিবারে-
বাবা চাকরি করে ফিরতেন হপ্তা অন্তে শনিবারে।

পরিবারের সবার তরেই আনতেন নানা জিনিস কিনে-
আজকে হঠাৎ ফিরে গেলাম মেয়েবেলার রঙিন দিনে।

একই রঙে ছিট কিনে পুজোয় সবার একই জামা-
আর একটি দিয়ে যেতেন খুড়তুতো ভায়ের ফুলমামা।

হাতে-গোনা দুটি জামার ভাঁজে ভাঁজে ভীষণ মজা।
মুড়কি-মোয়া, নিমকি-নাড়ু, হলুদ চাল-ছোলা ভাজা।

বাড়ির পুজোয় জড়ো হতেন গ্রামের স্বজন, প্রতিবেশী
আত্মীয়, অনাত্মীয় দেদার খুশি, হাসির রাশি।

জম-জমাট জলসা হত, আর হত যাত্রাপালা-
অর্কেস্টার ছিল না হিড়িক, ছিল না মাইক ঝালাপালা।

বিয়ের পরে দূর শহরে এলাম ছোট্ট পরিবারে-
স্মৃতির ভারে বারে বারে মন ছুটতো তেপান্তরে।

ফ্ল্যাটে কাটে বন্দী জীবন, শাশুড়ি-মাতা, চাকুরে স্বামী।
হঠাৎ মাতা হলেন গতা, একার বোঝায় ক্লান্ত আমি।

২টি মন্তব্য: