লেবেল

সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২

জীবনবোধের কবিতা -২৭।। আমি এবং আমরা — দুরন্ত বিজলী।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 





জীবনবোধের কবিতা -২৭



আমি এবং আমরা

দুরন্ত বিজলী

আমার মধ্যে লুকিয়ে আছে আমরা।
তাদের ব্যথা ও বেদনার উচ্চারণ
শব্দময় আলো করে পাতায়
পরিবেশন করি।

ফিশারির ঝিলের জলে আলো পড়ে,
রোদও পড়ে।
ঝপ করে নিভে গেলে অন্ধকার,
চোর-ছ্যাচ্চোড় ঢুকে পড়ে।
আমাদের ঘরের বউঝিরা কুটনো কাটে,
রান্না করে, সাংসারিক জীবনের
গাড়িটাকে সচল রাখে।
আমরা সত্যমিথ্যা সব দিয়ে
তাদের রসদ জোগান দিই।

'আমি' এবং এই 'আমরা'-র সঙ্গে
কথা কাড়াকাড়ি হয়।
মিথ্যাকে চেঁছে ফেলে দিতে গেলে
ঝগড়া করে।

'আমি' এক সময় চুপ করে যায়।
কারণ, আমার হাঁটুতে ব্যথা,
ঘাড়ে ও শিরদাঁড়ায় বার্ধক্যের ধাতানি।
তাই 'আমি' 'আমরা'-র ভেতর
অবশেষে ঢুকে পড়ে।

২টি মন্তব্য: