জীবনবোধের কবিতা -২৬
জীবনের বোধের কথা
অশোক ব্যানার্জী
জীবনটা তো সবার নিজের নিজের
নিজের মতো করেই জীবন দেখা,
সে দেখায় ফাঁক না থেকে যায়
সেটাই উচিত সবার মনে রাখা ।
সবারই উচিত জীবন নিয়ে ভাবা
তা' না হলেই আছে তো বেশ ভয়
নিজের ভুলে জীবনটা যদি আবার
কোনো ভাবে উল্টো খাতে বয়!
একবারই তো জন্ম নেয়া
এই পৃথিবীর বুকে
একবারই তো সুযোগ হবে
সাজাতে নিজের থেকে
জীবনটাকে সুন্দর করে
নিজের মনের মত,
ইচ্ছেটা যদি সদর্থক হয়
জীবনটা ও সুন্দর হবে তত ।
এই জীবনের প্রতি বাঁকে বাঁকে
অনেক আছে গরল প্রলোভন,
প্রলোভনে পা দিলে একবার
সুন্দর আর থাকবে না এ জীবন ।
জীবনটা বড় সহজ সরল নয়
সংঘর্ষ থাকবে জীবনভর
কাউকে তুমি আপন করে পাবে
কেউবা আবার তোমার হবে পর !
সূর্য যেমন সকাল বেলায় উঠে
মিষ্টি হেসে সুপ্রভাত জানায়
সেই সূর্যই দুপুর বেলা হলে
কটমটিয়ে আগুন চোখে চায় !
তেমনি পাবে অনেক মানুষ জন
আজকে যারা বাসছে ভাল তোমায়
একটুকুও স্বার্থে লাগলে ঘা
কালকে তারাই শত্রু হয়ে যায় ।
আবার যেমন সন্ধ্যে হলে পরে
সূর্যের আলোয় বিষন্নতার ছোঁয়া
তেমনি করে জীবনটাও বুঝি
মনে হবে এবার যাবে খোয়া ।
জীবনটা তাই নয়তো মোটেও সহজ
সহজ করে নিতে হবে তোমায়
সহজ সরল জীবন যাত্রা,আর
সব্বাইকে তোমার ভালবাসায় ।
অর্থকড়ির ব্যাপার যদি ভাবো
কারো বেশী,কারো কিছু কম,
তাই নিয়ে কেউ ছোট-বড় হয়?
এই জীবনে মানুষ বলতে বুঝি
যার আছে মান মর্যাদা আর
হুঁশ হারানোর ভয় ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন