জীবনবোধের কবিতা -২৫
সুরবাহার
শান্তনু গুড়িয়া
গ্যালারিতে চোখ রাখি, দেখি কত শত জীবন্ত মুখ
ক্যামেরার কেরামতি ধরে রাখে নিরুদ্দিষ্ট সময় ---
চোখ যদি দেখতে পেত মনের ভিতর জটিলতা
আড়ালে কত অচেনা রয়ে গেল অন্ধকার
অনুভূতি ছায়া পড়ে কি কখনো কোথাও
নাকি শুনতে পাবে তার সুরবাহার ?
সময়ের ঢেউ এসে ধাক্কা মারে
ভাসিয়ে নিয়ে যেতে চায় সব
তবু কারো দেহগন্ধ কিংবা হাসির ঝলক
চট করে মনে পড়ে যায় পুরনো ঘটনা
বুকের ভেতর কার স্পর্শ আলোড়ন তোলে
কার কণ্ঠস্বর আজও মৃদঙ্গের মতো বাজে ?

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন