জীবনবোধের কবিতা -২৯
সম্পর্ক
জয়শ্রী সরকার
সেদিন সাদা মলাটের ঘেরা টোপে
তোমার কবিতার বাগানের সর্বশেষ সৃজিত ফুলটা
উপহার দিয়ে গেলে ;
তখনোও বুঝিনি
প্রতিটা পাপড়িতে এত প্রেম, এত বঞ্চনা ;
এত মমতা, এত বিতৃষ্ণা ; এত কর্তব্য, এত অবহেলা ;
এত হাতছানি, এত হাহাকার ........
কেমন যেন জীবন-মৃত্যুর মাঝখানে লেপটে আছে !
তবে কী বিবাহিত জীবনের গাঢ় সম্পর্কের গভীরেও
সরীসৃপের মতো হেঁটে চলে
আরও এক সম্পর্ক !
অ-কবির ভাষায় যাকে বলা যায় --- বণিকের।

অপূর্ব অনুভব
উত্তরমুছুনঅসামান্য সৃজন। খুব ভালো কবিতা। সুন্দর।
উত্তরমুছুনসুন্দর সুন্দর সুন্দর
উত্তরমুছুন