লেবেল

শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২

জীবনবোধের কবিতা -২৪ ।। জীবনবোধ — দুর্গাদাস মিদ্যা।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 


জীবনবোধের কবিতা -২৪


           

  জীবনবোধ

দুর্গাদাস মিদ্যা 



সূর্যের দিকে তাকিয়ে দেখি

তিনি দেদীপ্যমান অগ্নির মতো। 

সমস্ত ক্লান্তি মুছে দিতে চান 

নতুন শক্তির আরাধনায়। 

পূর্ণ আলোকিত পথ পড়ে থাকে সামনে। বাস্তবতা যা কিছু সব তুলে ধরেন তিনি 

চিরন্তন সত্য যেমন। অথচ আমরা আজও তেমন আলোকিত নই, হাজার অন্ধকার ছেয়ে আছে চারপাশ 

তাই হতাশায় হতাশায় ভরে আছে মন সর্বক্ষণ। কত অন্যায় অত্যাচার ছারখার করে দেয় মানবিক মূল্যবোধ। 

 মিথ্যে অহংকার সত্যের গলা টিপে ধরে ব্যঙ্গ করে আলোকিত জীবন। 


                        

1 টি মন্তব্য: