জীবনবোধের কবিতা -২৩
অন্য কারও সঙ্গে
অজিত বাইরী
অন্য কারও সঙ্গে দেখা হতে দিন-মাস-বছর
গেলেও কী যায় আসে? কিন্তু
তোমাকে কয়েক দণ্ডপল না-দেখলে বুকে বয়ে যায় মরুঝড়, তাঁবু ভেদ করে নামে নিকষ রাত, মনে হয়, কত যুগ ধেয়ে গেল অন্ধ আবেগে ক্যাকটাস বনে।
অন্য কারও সঙ্গে দেখা না-হলে শূন্যতা এমন
গ্রাস করে না চন্দ্রভুক রাহুর মতো।
করাতকলে কাঠের গুঁড়োর মতো ঝরে না
কীটদষ্ট পাঁজরের হাড়।
অন্য কারও সঙ্গে বছরের পর বছর দেখা
না- হলেও এমন ক্ষত-বিক্ষত হইনি কখনও ।
কিন্তু একটা দুটো দিনও যদি
তোমাকে না-দেখি চোখের ভুখ মেটে না।
তোমার সঙ্গে সাক্ষাৎ না-হওয়ার অসহ্য পীড়ন
প্রতিটি মুহূর্তকে করে অনিঃশেষ; আর
আমাকে চুনাপাথরের মতো করে চূর্ণ-বিচূর্ণ ।
প্রতি রাতে, বিছানায় দেখি, আমার দিকে
পাশ ফিরে শুয়ে আছে অনন্ত বিষাদ।

আহা! কী সুন্দর!
উত্তরমুছুন