অণুগল্পের আড্ডা -৩৮
উদারতা
রমলা মুখার্জী
হঠাৎ সৃজা বাড়ি থেকে হাওয়া।কোথায় যে উধাও হল বন্ধুরা বুঝতেই পারছে না। পড়াশোনায় এত মেধাবী ছাত্রীর অন্তর্ধানে কলেজের স্যারেরাও বিমর্ষ। কিন্তু ওদের পরিবারের কাছ থেকে কোনো উত্তর মেলেনি, সকলেই কি যেন একটা আড়াল করার চেষ্টা করে।
বছর দুয়েক পরে একদিন সৃজা বিয়ে করে, বরকে নিয়ে আমার বাড়িতে এসে হাজির। জানলাম সৃজার কুষ্ঠ হয়েছিল; কুষ্ঠটা সংক্রামক ছিল বলে ও কুষ্ঠ-হাসপাতালে ভর্তি ছিল। ডঃ অভিরূপ দাস, যিনি চিকিৎসা করে সৃজাকে ভালো করেছেন তিনিই এখন সৃজার স্বামী। শুধু তাই নয়, চিকিৎসা চলাকালীন সৃজাকে জয়েন্ট এন্ট্রান্সের জন্য তৈরিও করেছিলেন। সৃজা এবছর মেডিকেল কলেজে ভর্তি হয়েছে। সৃজার কাহিনি শুনে আমি বিস্ময়ে হতবাক হয়ে গেলাম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন