লেবেল

মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২

শুধু অণুগল্পে... অণুগল্পের আড্ডা -৩৪ নেতাজি ঠিক কথায় বলেছিলেন — মলয় কুমার মাঝি।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 








অণুগল্পের আড্ডা -৩৪



নেতাজি  ঠিক কথায় বলেছিলেন

  মলয় কুমার মাঝি
 


হায় রে কোন দেশে আমরা বাস করি?যেখানে এক সময় কত বিপ্লবী জন্ম গ্রহন করেছিলো,স্বাধীনতার জন‍্য নিজেদের জীবন দিল!সেই দেশে টাই এই বাংলা তো!কি জানি দিনের পর দিন খুন- রাহাজানী-চোর-লম্পোট ধর্ম বিভেদ,রাজনীতি কলুষিত করে চলেছে,এই দেশের মাটিকে।পলাশ বলে কি আর বলবো জানিই,ভাই হরিসাধন প্রশাসন জেগে ঘুমাই,চোর নালিশ করতে গেলে কেস নেয়।আর সাধারণ মানুষ করতে গেলেই বিভিন্ন বায়না।হরিসাধন বলে আচ্ছা ভাই বলতো তুই কোন দিন চুরি করেছিস,খুন করেছিস,না রে ভাই না।তবে তুই জেল খাটলি কেন!প্রকাশ‍্য জোয়া খেলছে। একটা অশান্তি - অশালীন পরিবেশ তৈরী হচ্ছে,আমি প্রতিবাদ করে ছিলাম-তাই। তুই কি করেছিলি আর ভাই পৈত্রিক সম্পত্তি সকলেই ভাগ পেয়ে বুঝেও নিয়েছে।একদিন পাশের বাড়ির অন‍্য দু শরীকের সঙ্গে ঝগড়া হচ্ছিলো। হঠাৎ এক কিশোর বয়সী ছেলের মাথা ফাটিয়ে দেয়।এদের কেস হালকা হয়ে যায়,আর যারা মারল টাকার জোরে মিথ‍্যা নারীনির্যাতনের কোট কেসে ফাঁসিয়ে দেয়।আমি কেন অনেকই সেই জায়গায় ছিল না।এই তো দেশের আইন। এখন মনে হয় নেতাজী ঠিক কথায় বলেছিলেন! ভারতবর্ষ স্বাধীনতা লাভের পর পাঁচ বছর মিলেটারী  শাসন ব‍্যবস্থা দেওয়া দরকার। তাহলে এই রকম বিনা দোষে আমাদের মতন মানুষগুলোকে মাথা নিচু করে কাঠগড়ায় দাঁড়াতে হত না।









কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন