প্রকৃতি -সুর সংখ্যা -২১
পার্থ বন্দ্যোপাধ্যায়
মল্লার
যেভাবে দেখতে চাই
ঠিক যেন সেভাবে দেখতে পাইনা
যেমন দেখায়
তা দেখে দেখে ক্লান্ত...
মধ্যরাতে তখন দামাল বাতাস
হামলে পড়ছে কদম গাছের মাথায়
ডাল-পাতার বিস্তার
শিউরে উঠছে থেকে থেকে
এই আবছায়া দৃশ্যের গরিমায়
বিনিদ্র জানলার ফ্রেম
বেআব্রু উল্লাসে মেতে উঠেছে।
তবু যেভাবে দেখতে চাই
তেমনটা ঠিক যেন দেখতে পাইনা
যেমন দেখাচ্ছে সে দেখায়
কিছু একটা ফাঁক থেকেই যায়...
আর বেদনার মতো
বিফলতার মতো
ভালো লাগাও তো এক অনিঃশেষ
তৃষিত উদযাপন!
অতর্কিতে বৃষ্টি নামলে
ভিজে মাটির সোঁদা গন্ধে
এখনও দীর্ঘশ্বাস পূর্ণতা পায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন