লেবেল

বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২

১৯শে মে ভাষা শহিদ দিবস।। শ্রদ্ধাঞ্জলি ।। শ্রীমন্ত দাস।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 




১৯শে মে ভাষা শহিদ দিবসে শ্রদ্ধাঞ্জলি 

শ্রীমন্ত দাস




প্রনাম,সালাম জানাই


উনিশশো একষট্টি ঊনিশে মে

ভাসলো বারাক ভ্যালি,

বইলো বুকের শোণিত স্রোতে

কত কোল হলো খালি।


আসামবাসী বাংলাভাষী অগণিত মানুষ জন,

বাংলা ভাষা রক্ষা করতে

করলো জীবন পণ।


অসমীয়া ভাষায় চলবে দপ্তর

অফিস স্কুল ও নানা,

বাংলা ভাষা ব্রাত্য করতে

চললো সে আলোচনা।


সরকারের এই পদক্ষেপে

চললো গোলমাল,

শিলচরের বাঙালি ভায়েদের

লাগাতার হরতাল।


উত্তেজিত জনতা রেল ঘিরলো,

পোড়ালো গাড়ি লরি

নির্বিচারে গুলি চালালো

অসম মিলেটারি।


রক্তের ধারা বয়ে গেল

ব্রম্ভপু্ত্র দিয়ে,

ভাষা রক্ষায় নির্ভিকেরা

পিছোয় নি কেউ ভয়ে।


এগারো জনের প্রান বিনিময়ে

মানলো সরকার,

দ্বিতীয় ভাষা হোল বাংলা

যা ছিল দরকার।


আজও ভুলি নি ভাষা যোদ্ধা

কমলা,তারিণী,কানাই,

ভুলে নি বাঙালি ভাষা শহীদে

প্রনাম, সেলাম জানাই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন