লেবেল

বুধবার, ১৮ মে, ২০২২

শুধু কবিতায়...১৯মে ভাষা শহিদ দিবস স্মরণে।। শ্রদ্ধাঞ্জলি — তপন বন্দ্যেপাধ্যায়।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 





১৯মে ভাষা শহিদ দিবস স্মরণে শ্রদ্ধাঞ্জলি 


তপন বন্দ্যেপাধ্যায়




বাংলা ভাষা


বাংলা ভাষা আমার ভাষা আমার জিবে প্রথম বোল

বাংলা ভাষা কেউ শেখায়নি শিখেছিলাম একলাটি

আমার মুখে মা ডাক শুনে মায়ের  বুকে লাগে দোল

বাংলা ভাষা বাল্যকালের মনভরানো ঝিনুকবাটি;


আদো গলায় ফুটতে থাকে স্বরবর্ণের অক্ষরেরা

স্বরের সঙ্গে ব্যাঞ্জনেরা যেই না মেলে কী টরটরে

মেধামজ্জার তন্তুজালে বাংলা ভাষা বাঁধল ডেরা

বাংলা ভাষা ছড়িয়ে আছে যা-ই না দেখি চরাচরে;


বাংলা ভাষা ফুটে থাকে ফলবাগিচা ফুলবাগানে

বাংলা ভাষা ঢেউ খেলে যায় হলুদ ধানের শিষের ডগায়

বাংলা ভাষা সুর পেয়ে যায় রবিবাবুর গীতবিতানে

বাংলা ভাষা নাচে যখন দু হাত তুলে বাউলরা গায়;


বাংলা ভাষার ছবি আঁকে সত্যজিতের ছায়াছবি

নজরুলের শব্দবাণে বিদ্রোহের আগুন জ্বালায়

সুরের লহর কাঁপিয়ে দেয় অতুল- দ্বিজেন-কান্তকবি

বাংলা ভাষা রূপসী হয় জীবনানন্দ দাশের ছোঁয়ায়;


বাংলা নিয়ে কাটিয়ে দিলাম একটা জীবন সুখেদুখে

বাংলা থাকে জাগরণে, ঘুমাই যখন বাংলা বুকে।










কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন