লেবেল

বুধবার, ২০ এপ্রিল, ২০২২

শুধু কবিতায়... যুদ্ধ বিরোধী কবিতা -২৬।। সুদীপ কুমার চক্রবর্তী।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 




যুদ্ধ বিরোধী কবিতা -২৬

সুদীপ কুমার চক্রবর্তী



যুদ্ধের ২৭ তম দিন 


যুদ্ধের ২৭তম দিনেও জ্বলছে ইউক্রেন!
কি জানি কেন যে তোমায় মনে পড়ছে
আওয়েন!

রক্তলোলুপ হিংস্রতায় তোমার কবিতা
কোথাও নেই ছিটেফোঁটা রোমান্টিকতা।
শিরোনামে আজও সেই বসন্তের অভিঘাত।
ধ্বংসের মহাকাব্য লিখে চলেছে অহংবাদ।
শুনশান প্যারাম্বুলেটর। মৃত্যু বাসরে আজ
অনাথ উৎসব ।

এই জেনোসাইড ইতিহাসের কলঙ্কিত অধ্যায়।
এই মিথ্যে যুদ্ধে শুধুই জীবনের পরাজয়।

ক্রমশ দীর্ঘতর হচ্ছে  মৃত্যু মিছিল
রক্তে ভাসছে কিভ, খারকিভ,লিভ, ওডেসা,
মাইকলেভ, পোলটভা,লেভিভ
চারদিকে শরণার্থী শিবির।

শোকের কোন অনুভূতি নেই এ বন্ধ্যা মাটির।
অন্ধকার যবনিকায় এ এক প্রাগৈতিহাসিক নেমেসিস।












২টি মন্তব্য: