যুদ্ধ বিরোধী কবিতা -২৭
স্মৃতি শেখর মিত্র
শান্তির আবেদন
এক লহমায় পৃথিবী আজ ধ্বংসের মুখে
পৃথিবীর অন্তরাল থেকে গলিত লাভা স্রোতে
মানবজাতি ও সমস্ত প্রাণীকূল বিনাশের মুখে।
এ যুদ্ধ সাধারণ যুদ্ধ নয়, এ যুদ্ধ পারমাণবিক অস্ত্রের সম্মিলিত প্রয়োগ ।
মানুষ আজ নিজের ধ্বংস নিজেই ডেকে আনছে।
রামায়ণ, মহাভারতের যুদ্ধে তীর ধনুকের ব্যবহারেও অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে।
এ যুদ্ধ কোন এক খন্ড যুদ্ধ নয়, সমস্ত পৃথিবীর
জল, বায়ূ বন্যপ্রাণী ও বনজ সম্পদ ধ্বংসের মুখে।
অবিলম্বে শান্তি চায় সমস্ত বিশ্বের মানুষ।
যুদ্ধবাজ তোমরা এবার যুদ্ধ থামাও।
লক্ষ লক্ষ মানুষ আজ গৃহহীন, উদ্বাস্তু জীবন কাটাতে বাধ্য
হয়েছে।
প্রতিটি দেশের সাধারণ মানুষ যুদ্ধ চায় না , শান্তিতে থাকতে চায়। শান্তি কোথায়?
কিছু রাষ্ট্রের মাথারা যুদ্ধ চায় নিজের অহমিকা
ও দম্ভের কারণে।
যেমন একদা চেয়েছিল "দুর্যোধন" কুরুক্ষেত্রের প্রান্তরে সমস্ত লজ্জা
ধর্মকে বিসর্জন দিয়া নিতান্তই অহংকারের বশবর্তী হয়ে। ইউক্রেনের সভ্যতা সহস্রাব্দ প্রাচীন। সেই সভ্যতা আজ ধূলিসাৎ কয়েকজন
দুর্বিনীত যুদ্ধবাজ মানুষের নগ্ন ইশারায়।
যুদ্ধবাজরা যুদ্ধ চায়, অর্থের কারণে। তৃতীয় বিশ্বের দেশগুলিতে একে অন্যের সঙ্গে লড়াই লাগিয়ে। মারনাস্ত্র বিক্রয় করে ভুরিভুরি
অর্থ উপার্জনের আশায়।বড় বড় রাষ্ট্রনায়কদের
কাছে যুদ্ধ এখন বাণিজ্যে পরিণত হয়েছে।
শান্তিপ্রিয় মানুষরা তাই যুদ্ধ থামানোর আবেদন জানায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন