যুদ্ধ বিরোধী কবিতা -২৫
বিশ্বজিৎ রায়
ধ্যানে বসে আছি
কে হে তুমি, আমাকে ডেকে বিরক্ত করো?
দেখছোনা আমি এখন ধ্যানে বসে আছি!
সব পুড়ে যাওয়া দৃশ্যগুলো থেকে, ধর্ষিত নারীমুখগুলো থেকে, ফুলের মতো শহরগুলোর ধ্বংসস্তূপ থেকে, মুখ ফিরিয়ে বসে আছি সাদা দেওয়ালের দিকে মুখ করে ...
ভালো করে চেয়ে দ্যাখো, আমার চোখ ফেটে,
চামড়া ফেটে চুয়ে চুয়ে নেমে আসছে রক্ত,
ক্রুশবিদ্ধ যীশুর যন্ত্রণার মতো যন্ত্রণা আমার সারা শরীরে,
সন্তানহারা মায়ের বিষাদ আমার মনে—
এর থেকে মুক্তি পেতে আমি ধ্যানে বসেছি...
সামনে কিছু দেখতে পাচ্ছিনা,
গভীর অন্ধকার ধোঁয়া-কুণ্ডলীতে মোড়া যেন চারপাশ—
ওদের আড়াল করতে একটা সাদা ক্যানভাস
চোখের সামনে খাড়া করে রেখেছি, আর
মনে মনে সেখানে এঁকে নিচ্ছি ফুল, আকাশ, নদী, অরণ্য, ঝর্ণা, পাখি...
ধ্যানে বসে দেখতে পাচ্ছি
ধীরে ধীরে একটুকরো "সুন্দর" জেগে উঠছে সেখানে...
অসাধারণ
উত্তরমুছুন