লেবেল

বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১

শুধু কবিতায়...আগমনী বন্দনা -৩৮।। ভারতী বন্দ্যোপাধ্যায়।।Ankurisha ।। E.Magazine ।।Bengali Poem in literature ।।

 




আগমনী বন্দনা -৩৮

ভারতী বন্দ্যোপাধ্যায়



আহুতি 

একে একে নিভে যাচ্ছে সব
প্রেম মোহ ঈর্ষা ভালোবাসা
বাগানের এক কোনে
বারো বছরের বিরহি ক্যাকটাস
                ফুটে উঠছে এখন
বুকের ভিতরের গনগনে আগুনে
আত্মাহুতি দেবার জন্য ঝাঁপিয়ে পড়েছে
শৈশব-কৈশোর-যৌবন থেকে ধার করে আনা
               কয়েক হাজার কীটপতঙ্গ,


এহেন সময়ে  আমরাও একা হই
হেটে যাই একসাথে
সবাইকে ডেকে বলি
              " আর হিংসা নয়
ভালো হও ভালো থেকো"
ভালো থেকো নিজস্ব জলে হাওয়ায়
আর পারস্পরিক বিশ্বাস এর আশায়।। 




















আজ বিজয়াদশমী।।  সবাইকে জানাই   অঙ্কুরীশা-র  পক্ষ থেকে বিজয়ার প্রতি ও শুভেচ্ছা। 

1 টি মন্তব্য: