আগমনী বন্দনা -৩৭
অরূপ পান্তি
নারকেল পাতার ঘড়ি
স্মৃতি বড় মধুর ও ভয়ংকরশৈশব কথা মনে পড়ে না আর
খুব ছোটবেলায় নারকেল পাতা দিয়ে
হাতঘড়ি বানাতাম বিলিয়ে দিতাম
যে ঘড়ি তে কাঁটা ছিল না
ছিল না সময়ের চিন্তা
অথচ সময়----, সেই সময় সে মনে করালে?
পুরাতন ভালোবাসা, তুমিও আমি চঞ্চল ছোটাছুটি, হাতে নারকেল পাতার ঘড়ি ।
মনে পড়ে? আম চুরি, সাপলুডু, লুকোচুরি
জগত ঘুমালে আমরা ফিরে যাব আবার
তোমার পাঠানো ছবিতে,
জেগে উঠি ঘুমের ভিতর থেকে
এক মোহাছন্নের্ ঘুমের ভিতর তুমি
আমার দিব্য ঘুমের জাগরণ তুমি
নারকেল পাতার স্পর্শে জেগে উঠে
পুরাতন প্রেমের পূণ্য অবগাহি ।।
খুব সুন্দর কবিতাটি। স্মৃতিমেদুর।
উত্তরমুছুন