আগমনী বন্দনা -২৯
সঞ্জয় কুমার মুখোপাধ্যায়
তোমার ছায়ানদ
আমি নির্মম হতে পারি
যদি চাও আঁকতে পারি...
বিক্ষুব্ধ হবার ইতিহাসের কারণ !
বিগত বিষাক্ত বারুদের গন্ধে
এঁকেছো সবুজ ঘাসের উপর অভুক্ত দেহ
রক্তাক্ত অবস্থায় অনাহারে দিনযাপন।
দেনাপাওনা নিয়ে জীবনের পরিমন্ডলে
দহনের জ্বালায় জ্বলছো প্রতিক্ষন।
শুধু চাই চাই নিয়ে কাটছে
তোমার ছায়ানদ এখন হয়েছে অপরিমিত
ছাতির দৈর্ঘ্যর মিথ্যে নিয়ে অতিক্রান্ত।
পথের শেষে কিন্তু একটাই পরিচয়
কিছু বিশেষ দিনের শেষে
তোমার ছায়ার দৈঘ্য তোমাকে করেছিল অপচয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন