লেবেল

শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১

শুধু কবিতায়... আলোর -উৎসব -২৮।। স্মৃতি শেখর মিত্র।। Ankurisha ।। E.Magazine ।। Bengali poem in literature ।।

 



আলোর -উৎসব -২৮

স্মৃতি শেখর মিত্র 




১.

আলো


আলোকে নিশানা করে এগিয়ে চলা
তবু নেই আলোর ঠিকানা
অন্ধকারই ঘিরে রয় প্রদীপের তলা
মানুষেরা এখন অন্ধকারের জীব।
শুধুই আস্ফালন তার ...
তরলমতি মানুষেরা আজ সবার ওপরে।
আলো নেই, আলো নেই, কোথাও আলো নেই
শুধুই অন্ধকারে ঢাকা এই দেশ, এই সমাজ
অন্ধকারকে সওদা করেই শুধু বেঁচে থাকা।





২.
অমাবস্যা

এ কোন নতুন খেলা শুরু হলো মানুষের মাঝে
চিরায়ত সভ্যতার আলো থেকে সরে গিয়ে
আবার অন্ধকারকে আঁকড়ে ধরা 
 মুষ্টিমেয় মানুষের দুর্বিনীত আক্রোশে
 ভালবাসার সম্পর্কগুলিকে ছিন্ন করে দিতে চায়। অনেক দিনের পরিশ্রমে তিল তিল করে গড়ে তোলা নির্মাণ
যদি ধ্বংস হয়ে যায় সেও তো এক গভীর চক্রান্ত। অন্ধকার গুহার ভেতরে মানুষকে ঠেলে দেওয়া। 
বেঁচে থাকার সমস্ত অবলম্বন থেকে দূরে সরিয়ে দেওয়া।      
আলোকোজ্জ্বল সম্পর্কগুলিতে ঘোর অমানিশাকেডেকে আনা।
মানুষের পরিপাটি করে সাজানো শান্তির সংসারে
এ কোন নতুন  উৎপাত?










কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন