লেবেল

সোমবার, ১৮ অক্টোবর, ২০২১

শুধু কবিতায়... আলোর - উৎসব - ৪।। রামকিশোর ভট্টাচার্য।Ankurisha ।।E.Magazine ।। Bengali poem in literature ।।

 



শুধু কবিতায়... 


আলোর - উৎসব - ৪

রামকিশোর ভট্টাচার্য


এসো আলো 


সহস্র তারিফ নিয়ে নেমে আসছে সে...
ভেজা চুল ...চাপচাপ অন্ধকার খেয়ে ক্লান্ত  
ইচ্ছের পাশে যারা তার মুখ এঁকেছিল
তারা সব জন্মান্তরের আলোর আশায় 
হেঁটে যাচ্ছে সামনে...হাওয়ায় ললিত ভাসছে
আনাচে কানাচে খসে পড়ছে অগুন্তি কষ্টের ছবি...
এসো আলো 
শুধু শোভা দেখে যাই...





আলো বুনতে বেলা যায় ...
বুনুনির ফাঁকে ফাঁকে  কিছু কিছু তামাশা ও
অন্ধকারও থাকে...
ভাবনারা গলছে...গলতে গলতে ছবি হয়ে
বসছে এসে পাশে ...আমি তাদের দেবব্রতের গান
শোনাই ...এসো সরল জটিল সমাধান সব
 হু হু  প্রচারেরা এসো...
মনখারাপের জ্বর কাটিয়ে সুধারসে ভিজি...













এই বিভাগে আপনিও আপনার  মৌলিক ও  অপ্রকাশিত সেরা লেখাটি পাঠিয়েদিন। আপনার লেখাটি  অঅঙ্কুরীশা-র  পাতায় সম্মানের সাথে প্রকাশিত হবে। 

মেল—
ankurishapatrika@gmail.com



২টি মন্তব্য:

  1. সুন্দর ভাবনার প্রকাশ। খুব ভালো লাগলো। চমৎকার নিবেদন।

    উত্তরমুছুন
  2. অসাধারণ লাগলো দাদা........ অন্ধকারে আলোর উৎসমুখ খুলে খুলে পড়লো ..... মুগ্ধতার রেশ রয়ে গেল

    উত্তরমুছুন