শুধু কবিতায়...
আলোর- উৎসব -৫
দুরন্ত বিজলী
আলো আমার আলো
এক
পাশাপাশি স্নিগ্ধ ছোঁয়াসময়ের গণ্ডী পেরিয়ে অমৃত বর্ষ
একটি আকাশপথে আনন্দ শিহরণ
প্রিয়তম অনুভবে আগুন উত্তাপ
ঠোঁটে মৃদু আলো ছড়িয়ে পড়ছে
অনেক আকাঙ্ক্ষা বুকের ভেতর
এত কাল জমা ছিল বুঝতে পারিনি
একটি ছোট্ট ফুলকি জ্বালিয়ে
দিয়ে গেল দীর্ঘ দীপাবলি
আলোর উৎসবে ঝলমল আলোয়
সেই মুখের উপর এঁকে চলেছি
স্বপ্ন ও আশাবলি
দুই
আলোর স্রোতে ভাসতে ভাসতে
মণ্ডপের দিকে চলেছি,
কথাবার্তায় জমে উঠেছে উৎসব অনুভব।
স্রোতের ভেতর হৃদয়ে ছোঁয়া দেবার
মতো সুন্দরীর স্মিতহাস্যে চমকে তাকাই।
এ্যাঁ! এতো ঘুমের ভেতর
জেগে ওঠা সেই মুখ।
আলোর উৎসবে আলো এসে অন্ধকারে
এঁকে দিচ্ছে আল্পনাজীবন।
মেল—
ankurishapatrika@gmail.com
খুব সুন্দর কবিতা দুটি। চমৎকার সৃজন।
উত্তরমুছুন