দুঃসময়ের কবিতা -৭৬
মুক্তি দাশ
হারিয়ে যেতে চাই
হারিয়ে যেতে চাই
দিনক্ষণ ঠিক করা নেই, তবু জানি
একদিন হারিয়ে যাব
স্বপ্ন-ময়ূরের ডানায় চেপে দূর-সীমানায়
মেঘমালার দেশে-
হারিয়ে যাবে যাবতীয় কারুকার্যময়
আমার দীর্ঘশ্বাসের ইতিহাস।
শূন্য প্রেম-বারান্দায় আমার
স্মৃতি-স্পর্শ নিয়ে পড়ে থাক
একাকী চেয়ার।
চা-টেবিলে অর্ধসমাপ্ত চায়ের কাপ
এবং তুমি
ও তোমার উলের কাঁটা
ব্যালকনির নিরাপদ কোনে তখন
গভীর মনোযোগী মাকড়শার দল
শৈল্পিক সুষমায়
জাল বুনে চলেছে...চলেছে...চলেছে।।
আরও পড়ুন 👇🏾👇🏾
https://wwwankurisha.blogspot.com/2021/07/ankurisha-emagazine-bengali-poem-in_49.html
খুব সুন্দর হয়েছে কবিতাটি। চমৎকার।
উত্তরমুছুন