'
আষাঢ়ে গপ্প কথা -৭
ড. রমলা মুখার্জী
মুদ্রাদোষ
আমার এক ডাক্তার জ্যাঠামশাই ছিলেন, খুব নামডাক ছিল তাঁর। কিন্তু তাঁর প্রতি কথাতেই 'ইয়ে আরকি' বলা মুদ্রাদোষ ছিল। খুব তাড়াতাড়ি কথা বলার কারণে 'ইয়ে আরকি'টা শুনতে লাগত 'ইয়ার্কি'।
পুরনো রুগীরা ব্যাপারটা জানতেন। একদিন এক নতুন রুগী এসে বলল, "ডাক্তারবাবু কাল রাত থেকে খুব বমি হচ্ছে।"
জ্যাঠামশাই বললেন, "ইয়ার্কি, খুব বমি হচ্ছে?"
- সত্যি বলছি ডাক্তারবাবু, খুব বমি হচ্ছে।
- ইয়ার্কি, কতবার হয়েছে?
-ইয়ার্কি নয় ডাক্তারবাবু, বার সাতেক তো হবেই।
আমার মেজাজী জ্যাঠামশাই রেগে বললেন, ইয়ার্কি কে করল? আমি ইয়ার্কি করেছি? ইয়ার্কি অনেকবার জল খাবেন। ইয়ার্কি নুন চিনির জল বারে বারে খান।
রুগীর ততক্ষণে মালুম হয়েছে যে ঐ ইয়ার্কিটা মুদ্রাদোষ।
রুগীরা আড়ালে আমার জ্যাঠামশাইকে "ইয়ার্কি" ডাক্তার বললেও জটিল রোগব্যধি হলে ধন্বতরীর কাছেই তারা ছুটে আসত, এমনকি তিনি গরীব রুগীদের বিনামূল্যে চিকিৎসাও করতেন।
আপনিও এই বিভাগে আপনার মৌলিক ও অপ্রকাশিত লেখাটি পাঠিয়েদিন। প্রকাশিত হবে অঙ্কুরীশা-র পাতায় সম্মানের সাথে।
মেল করুন - ankurishapatrika@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন